বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ন
এস এ ইলিয়াস::
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ১৫ অক্টোবর শনিবার।
আলোচনা সভায় জনাব মোঃ কাজী মমিনুল ইসলাম এর সভাপতিত্বে এলাকার অবহেলিত জনপদ উন্নয়ন, এলাকার বৃহৎ স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা, সাংস্কৃতিক চর্চা, মাদক বিরোধী, বৃক্ষ রোপনসহ বিভিন্ন উন্নয়ন বিষয়ে আলোচনা করেন ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ শাহ আলম, কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ জুবায়ের হোসন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, কামারভিটা সমাজকল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী, মালাইগাঁও সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ দুলাল সিকদার প্রমূখ।
উল্লেখ্য জাহাঙ্গীরনগর ইউনিয়নের সামাজিক সংগঠন গুলোর প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ১৪ সেপ্টেম্বর ২০২২ খ্রি: কে.জি.কে সমাজকল্যাণ যুব সংঘের নতুন কার্যালয়ে। সামাজিক সংগঠন গুলোর ইতিবাচক কার্যক্রম এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলে মনে করেন।