বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর সুরমার ১৫টি সামাজিক সংগঠনের প্রতিনিধের নিয়ে ২০ সেপ্টেম্বর সোমবার মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে “উত্তর-সুরমা সামাজিক ঐক্যজোট” এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা লক্ষ্যে উত্তর সুরমার অন্যতম সংগঠন উত্তর সুরমা চাকুরিজীবী পরিষদ, উত্তর সুরমা প্রবাসী সমাজকল্যাণ পরিষদ, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ, জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘ, অসহায় মানুষের পাশে আমরা, বৃহত্তর জাহাঙ্গীর নগর ইউনিয়ন সমাজকল্যাণ সংগঠন (অনলাইন), ইসলামপুর ছাত্রকল্যাণ পরিষদ, সূর্যোদয় সমাজকল্যাণ যুব সংঘ, মোড়চা একতা সমাজকল্যাণ যুব সংঘ, ফি সাবিলিল্লাহ্ গ্রুপ, তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ যুব সংঘ, উত্তর সুরমা ব্লাড ডোনেশন সংঘ ,মালাইগাঁও উদয়ন সমাজকল্যাণ যুব সংঘ এবং জীবনের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিদের অংশগ্রহণে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
আগামী ২৫ সেপ্টেম্বর ৪২তম বিসিএস (স্পেশাল) স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত উত্তর সুরমার ৫ জন ডাক্তারসহ এলাকার সকল ক্যাডারদের সংবর্ধনা দেওয়া ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি গঠন, ঐক্যজোটের কার্যকরী পরিষদ গঠন, সবার্ষিক সম্মেলন অনুষ্ঠান আয়োজন করা ইত্যাদি।