বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা বাজারে ১৬ সেপ্টেম্বর উত্তর সুরমা এলাকার অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘জাগো উত্তর সুরমা’র উদ্যোগে ধারারগাও-হালুয়ারঘাটে সুরমা সেতু নির্মাণ, মঙ্গলকাটা পুলিশ ফাঁড়ি স্থাপন ও ঢলুরা শুল্কস্টেশন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘জাগো উত্তর সুরমা’র সভাপতি এডভোকেট শামীম আহমেদের পরিচালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক জননেতা রশিদ আহমদ।
উক্ত মানববন্ধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আবুল হোসেন, ইউপি মেম্বার আব্দুল মোতালিব, হাওরাঞ্চলের খবর সম্পাদক ও সুরমা সংস্থার সভাপতি মাহতাব উদ্দিন তালুকদার, মাসিক উত্তর সুরমা সম্পাদক শাহ আলম ইলিয়াস, আঙিনা২৪.কম সম্পাদক কাজী মমিন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবুল কালাম, বিশিষ্ট সমাজসেবক সুলতান আহমদ, উত্তর সুরমা প্রবাসী কল্যাণ পরিষদের মোহাম্মদ আবু তাহের ও ফারুক আহমেদসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে গেলেও সুরমা নদীর উত্তর-পশ্চিমপাশ্বের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত রয়েছে। জেগে উঠেছে উত্তরপাড়ের মানুষ। সুরমা নদীতে সেতু, মঙ্গলকাটা বাজারে পুলিশ ফাঁড়ি, ডলুরা শুল্ক ষ্টেশন ও ধোপাজান চলতি নদীতে বিনা বাধায় শ্রমিকদের বালি পাথর উত্তোলনের সুযোগসহ বিভিন্ন দাবী করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পরে বিভিন্ন দোকানে দোকানে দাবী সম্বলিত লিফলেট বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক হাওরাঞ্চলের কথা’র স্টাফ রিপোর্টার আবু হানিফ, মিজানুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অন্যান্য দাবীগুলোর মধ্যে বালাকান্দা বাজারের সাথে সলুকবাদ সংযোগ সেতু, উত্তর পাড়ের প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষনিক এমবিবিএসধারী চিকিৎসক নিয়োগ, অবৈধভাবে নদীর পাড় কাটা বন্ধ, বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর আবুয়া নদীতে নির্মিতব্য সেতুর কাজ দ্রুত সম্পন্ন, বিশুদ্ধ পানির জন্য পর্যাপ্তপরিমাণ নলকুপ স্থাপন,হালুয়াঘাট মঙ্গলকাটা হাসাউরা সড়কের দ্রুত সংস্কারসহ শহীদ বীরমুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন রাস্তার নামকরণের দাবী জানানো হয়।