বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন
আঙিনা ডেস্ক ::
গত বছরের চেয়ে এবার সুনামগঞ্জ জেলায় জেএসসিতে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫। এবার জেলায় জেএসসিতে ৩৩ হাজার ১শত ৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ২৬ হাজার ৩ শত ২৩ জন শিক্ষার্থী উর্ত্তীন হয়। জেলায় এবার পাশের হার অর্জিত হয় ৭৯.৩৫%। যা গত বছর ছিলো ৭৮.৪৩%।
গত বছর জেলায় ৯৬৪ টি জিপিএ-৫ অর্জিত হলেও এবার জিপিএ-৫ এসেছে মাত্র ১৬৩ টি। শতভাগ ফলাফল অর্জন করে জেলায় প্রথম হয়েছে সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়। এবার এসসি বালিকা থেকে ২৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ৩৪ জন জিপিএ-৫ অর্জন করে।
গত বছরের চেয়ে জেএসসিতে পাশের হার বাড়লেও জিপিএ-৫ এর সংখ্যা কমে যাওয়ায় বিরুপ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন অভিভাক ও সচেতন মহল। ভালো ফলাফলের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আরো আন্তরিক হওয়ার তাগাদা জানিয়েছেন তারা।
এব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম বলেন, এ বছর সুনামগঞ্জ জেলায় ফলাফল মোটামুটি ভাল হয়েছে। আগামীতে যাতে আরও ভাল করা যায় সে ব্যাপারে আমরা স্কুলে পড়াশোনা মান বাড়াতে শিক্ষকদেরকে তাগিদ দেব।
Sunamkantha