সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী মঙ্গলকাটা বাজারের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের দেয়ালে স্থাপন করা হয়েছে “মানবতার দেয়াল” ।
গতকাল শুক্রবার রাতে “ফি সাবিলিল্লাহ্ গ্রুপ” নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান এই দেয়াল স্থাপন করে। গতকাল সরেজমিনে দেখা যায়, মঙ্গলকাটা বাজার মসজিদ দোকানের দেয়াল ও বাজারের মেইনরোডে স্থাপন করা হয়েছে “মানবতার দেয়াল”।
প্রতিটি স্থানে দুইটি করে প্লাস্টিকের হ্যাঙ্গার ঝুলানো আছে। একপাশে লেখা আছে “ বিত্তবানরা আপনার অপ্রয়োজনীয় বস্ত্র এখানে রেখে যান” । আরেক পাশে লেখা “ হত দরিদ্ররা আপনার প্রয়োজনীয় বস্ত্র এখান থেকে নিয়ে যান “ ।
নাম প্রকাশে অনিচ্ছুক ফি সাবিলিল্লাহ গ্রুপের একজন সদস্য জানান, এই দেয়াল স্থাপন করা হয়েছে মানবতার কল্যানের জন্য , সবাইকে অপ্রয়োজনীয় কাপড় চোপড় দিয়ে সহায়তার জন্য অনুরোধ জানান তিনি।
আরেকজন সদস্য বলেন, পাহাড়ী অঞ্চলের পাদদেশে এই এলাকার অবস্থান। অনেক গরিব মানুষ আছেন যারা শীত এলে কষ্ঠ পায়। এইসব শীতার্ত মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ নেয়া হয়েছে।
দেয়াল স্থাপনের পর গ্রুপের একজন সদস্য তার পরণের একটি সুয়েটার হ্যাঙ্গারে ঝুলিয়ে দেন।
পরিচয় জিজ্ঞেস করলে নাম প্রকাশে অনিচ্ছুক প্রকাশ করে বলেন- ব্যক্তি প্রকাশের জন্য এই দেয়াল স্থাপন করেনি, আমরা মানবতার দেয়াল মানবতার কল্যাণের জন্য স্থাপন করেছি। তিনি সর্বস্তরের জনগণকে এই মহৎ উদ্যোগে সহায়তায় এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।