শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আজীবন সম্মাননা পেলেন জনাব ওসমান গণি ও শফিকুর রহমান মধু মিয়া বৃষ্টির ধারায় মুছে যাক “রোজা রাখি, আল্লাহর হুকুম পালন করি, নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ থাকতে উৎসাহিত করি” মঙ্গলকাটা কম্পিউটার ট্রেনিং সেন্টার ‘MCTC’র এক যুগ পূর্তিতে আনন্দ ভ্রমণ ফেনিবিল ও কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের অমর একুশে উদযাপন ‘আব্দুল গণি ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরিক্ষা-২২ এর বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত সুনামগঞ্জের ডলুরা বর্ডারহাটে অনিয়ম ও মাদক বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত তৃতীয় বারের মত অনুষ্ঠিত হয়ে গেলো দাখিল ২০০৪ ব্যাচ এর মিলনমেলা কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের শীত বস্ত্র বিতরণ

যেভাবে মৃত্যুর কোলে আশ্রয় নিলেন মুফতি আবুল কালাম যাকারিয়া রাহ.

যেভাবে মৃত্যুর কোলে আশ্রয় নিলেন মুফতি আবুল কালাম যাকারিয়া রাহ.

–মাসুম আহমাদ

১১ মার্চ সোমবার ফজরের পরে একটানা আড়াই ঘন্টা বুখারী শরীফ পড়ান। তালাক বিষয়ক আলোচনা করতে গিয়ে ছাত্রদের ঝিমুনি দেখে স্বভাবসুলভ মজাও করেন।

দফতরি মুহাম্মাদ আলী ভাই সকালে খিচুড়ি দিলে তাও আহার করেন।

দারসের নির্ধারিত সময়ে আবার বুখারী শরীফ পড়ান।

যোহরের নামাজের পরে খাওয়াদাওয়া করেন।

বিকেলে আসাতিযায়ে কেরামের বৈঠক ছিলো। এজন্য হলরুম প্রস্তুত কিনা নিজে গিয়ে দেখে আসেন।

সন্ধ্যায় ছাতকে প্রোগ্রাম ছিলো। দুপুরে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে গিয়ে ৪ ঘটিকার দিকে জেগে উঠেন। শরীর ঘেমে উঠেছে দেখে ভালোমতো গোসল করেন।

শরীরে অস্বস্তি করছিলো দেখে দফতরি কবীর ভাই পিঠ মালিশ করে দেন। শ্বাসকষ্ট হচ্ছিলো দেখে ছেলে রাইহানকে ডাকবেন কিনা জানতে চাইলে না করেন।

একপর্যায়ে শ্বাসকষ্ট বেশি হয়ে গেলে সহকারী মুহতামিম মাওলানা আসাদ উদ্দিন ও সহকারী মুফতি মাওলানা আবুল খায়ের বিথংগলী হাফিজাহুমাল্লাহকে ডেকে নিয়ে আসা হয়।

তারা এম্বুলেন্স আসার জন্য কল করলে এম্বুলেন্স আসে। এরমধ্যে শ্বাসকষ্ট কঠিন রূপ ধারণ করে নিয়েছে।

ধরাধরি করে গাড়িতে তোলা হলে জোরে কয়েকবার আল্লাহু আকবার বলেন। কালিমাও পড়েন। (সবসময় অত্যন্ত সুন্দরকরে ‘আল্লাহু আকবার’ বলতেন)

ওসমানী মেডিকেল কলেজে নেয়া হলে ডাক্তার জানান, হুজুর ইতোমধ্যে ইহজগৎ ত্যাগ করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বয়স হয়েছিলো ৬৩ বছর। জন্ম ১৯৫৬ খৃস্টাব্দের ১৫ মার্চ। ইন্তেকাল ২০১৯ খৃস্টাব্দের ১১ মার্চ।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com