বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
১৯ জুলাই সোমবার জামালগঞ্জ উপজেলার ধানুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে “ধানুয়াখালী মানব সেবা সংগঠন” এর উদ্যোগে গুণিজনের সংবর্ধনা ও ইদ উপহার বিতরণ সম্পন্ন হয়েছে। জনাব মো. শহীদুল ইসলাম শহীদ সাহেবের সভাপতিত্বে মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি জনাব মোঃ বিল্লাল হোসেন এবং সহ সভাপতি জনাব ডাঃ শরিয়ত উল্লাহ, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ শাহ আলম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পপতি হাজী মো. আব্দুল কুদ্দুস, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, গ্রামের প্রবীণ মুরব্বী হাজী আব্দুল বারিক, সাবেক পোস্ট মাস্টার মো. নূরুল ইসলাম, কুয়েত প্রবাসী (অব.) সৈনিক হাসান মাহমুদ সুইট প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মো. হাসান মাহমুদ রুবেল, সহ সাধারণ সম্পাদক মো. রবিউল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. রাকিব সরকার, কোষাধক্ষ মো. আনোয়ার হোসেন, সহ অর্থ সম্পাদক মো. শাহ আলম সরকার, প্রচার সম্পাদক মো. শাহীন আহমেদ, সহ প্রচার সম্পাদক মো. বায়েজিদ আহমেদ, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পদক মো. সাইমুম আরাফাত পান্থ, শিক্ষা সম্পাদক মো. জামিল আহমেদ জুয়েল, সহ উন্নয়ন সম্পাদক মো. আফজাল হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলী আহমেদ রনি, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক মো. কাওছার আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ধানুয়াখালী মানব সেবা সংগঠনের সভাপতি কুয়েত প্রবাসী জনাব মোঃ আব্দুর রূপ সাহেবের দক্ষ নৈতিত্বে ২০১৯ খ্রিঃ হতে অতি অল্প সময়ের মধ্যে জামালগঞ্জ উপজেলার অন্যতম সংগঠন হিসেবে স্বীকৃতি লাভ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। অত্র এলাকার আশা-ভরসা প্রতীক ও অসহায় মানুষের আশ্রয় স্থল হয়ে উঠেছে সংগঠনটি। অনুষ্ঠানের শেষে এলাকার একশতাধীক দরিদ্র পরিবারের মাঝ ঈদ উপহার হিসেবে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী প্রদান করা হয়।