শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আজীবন সম্মাননা পেলেন জনাব ওসমান গণি ও শফিকুর রহমান মধু মিয়া বৃষ্টির ধারায় মুছে যাক “রোজা রাখি, আল্লাহর হুকুম পালন করি, নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ থাকতে উৎসাহিত করি” মঙ্গলকাটা কম্পিউটার ট্রেনিং সেন্টার ‘MCTC’র এক যুগ পূর্তিতে আনন্দ ভ্রমণ ফেনিবিল ও কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের অমর একুশে উদযাপন ‘আব্দুল গণি ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরিক্ষা-২২ এর বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত সুনামগঞ্জের ডলুরা বর্ডারহাটে অনিয়ম ও মাদক বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত তৃতীয় বারের মত অনুষ্ঠিত হয়ে গেলো দাখিল ২০০৪ ব্যাচ এর মিলনমেলা কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের শীত বস্ত্র বিতরণ

খা‌দিমপাড়া রানাস ক‌মিউ‌নি‌টি সি‌লেট এর উদ্যোগে ১০ কি. ম্যারাথন সম্পন্ন

খা‌দিমপাড়া রানাস ক‌মিউ‌নি‌টি সি‌লেট এর উদ্যোগে ১০ কি. ম্যারাথন সম্পন্ন

আঙিনা২৪ ::

গত ২ এ‌প্রিল শুক্রবার ভার্চুয়ালী সম্পন্ন হ‌লো খা‌দিমপাড়া রানাস ক‌মিউ‌নি‌টি সি‌লেট এর উদ্যোগে ১০ কিলোমিটার ম্যারাথন। প্রায় ৫০০ জন অ্যাথ‌লেটের অংশগ্রহ‌নে এই ম্যারাথন শেষ হয়।

করোনাভাইরাস সংক্রমণের ঝুকিপূর্ণ এই পরিস্থিতি ও সরকারি নিষেধাজ্ঞা জারী হওয়ায় তারা সরাসরি ইভেন্ট করতে পারেননি। তাছাড়াও প্রশাসনের অনুমতি নিতে গেলে তারা সরাসরি নাকচ করে দেয়। তাই, ইভেন্ট সফল করার স্বার্থে আয়োজক কমিটি তড়িৎ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এবং ২ এপ্রিলের “Khadimpara 10K Run” ভার্চুয়াল রান ইভেন্ট এ রূপান্তরিত করা হয়। 

তারা ব‌লেন যারা ২ তা‌রিখ ব্যাস্ততার কার‌নে সম্পন্ন কর‌তে পা‌রেন‌নি তারা অবশ্যই ০২-০৫ এপ্রিল এর মধ্যে শেষ  কর‌তে হ‌বে এবং রেকর্ড এই লিংকে সাব‌মিট কর‌তে হ‌বে https://krcsylhet.com/vr-run

 সম্পন্ন করার নিয়মাবলি গু‌লো হ‌লো

  •  সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে রান শেষ করতে হবে। (১ঘন্টা ৫০ মিনিট)
  •  রান স্ট্রাভা (এপ্লিকেশন) দিয়ে সম্পন্ন করতে হবে। 
  •  রান শেষে স্ট্রাভা লিংক শেয়ার করতে হবে। 
  • সাবমিশন শেষ হলে ৭দিনের মধ্যে কুরিয়ার এর মাধ্যমে রানার দের টি-শার্ট, মেডেল, সার্টিফিকেট, গিফট আইটেমস পাঠিয়ে দেওয়া হবে। 

আ‌য়োজক ক‌মি‌টির প্রধান উপ‌দেষ্ঠা ৬ নং খা‌দিমপাড়া ইউ‌পির জন‌প্রিয় চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আফসর আহমদ, জালালাবাদ২৪.কম এর উপসম্পাদক এবং একজন সফল অ্যাথলেট জনাব শহীদুল ইসলাম‌কে ব‌লেন, ” আমরা খুবই সুন্দর ক‌রে প্লান ক‌রে‌ছিলাম কিন্তু দুঃখজনক হলেও আমরা সবার সুরক্ষার কথা মাথায় রেখে এবং সরকারি নিষেধাজ্ঞার প্রতি সম্মান রেখে এমন সিদ্ধান্ত নিতে হলো। 

আশাকরি সবাই ইতিবাচক ভাবে আমাদের সিদ্ধান্ত কে সাধুবাদ জানাবেন। আগামী‌তে অনুরুপ আ‌রো আয়োজন করা হ‌বে এবং সবাই‌কে পা‌শে থাকার জন্য আহ্বান জানান। “

প‌রে তি‌নি উপসম্পাদ‌কের এক‌টি সাক্ষাৎকার নেন ও সা‌র্টিফি‌কেট, মে‌ডেল, গে‌ঞ্জি, মগ, মিষ্টান্ন প্রদান ক‌রেন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com