বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে দোয়া নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে যান মাশরাফি। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা এই তথ্যের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
গণভবন থেকে বেরিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে আজই মনোনয়ন ফরম কেনার কথা মাশরাফির।
নড়াইল-২ আসনের জন্য মাশরাফি মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানা গেছে। মাশরাফির বাড়ি নড়াইল শহরে।
মাশরাফি আজ মনোনয়ন ফরম সংগ্রহ করবেন—এই খবরে তাঁর সমর্থকেরা ব্যানার-ফেস্টুন নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।