বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
সাইফুল্লাহ সিদ্দিকী আল হানাফী ::
উলামায়ে আহলুস সুন্নাহ ঐক্য পরিষদ সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত আশুরা ও শোহাদায়ে কারবালা স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
২০ আগস্ট মঙ্গলকাটা বাজারে আসরের নামাজের পর সংগঠনের সভাপতি মেরুয়াখলা মমিনিয়া ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাও.কাজী আমিন আত তাফহীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব মরহুম কামরুজ্জামান সাহেবের ছেলে মাওলানা বদরুদ্দোজা।বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন হাজারো আলেমের উস্তাদ আলহাজ্ব মাওলানা কাজী শাহেদ আলী, বিশিষ্ট সমাজসেবক জনাব তাজুল ইসলাম, তরুণ রাজনীতিবিদ এডভোকেট শামীম আহমদ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সেক্রেটারি জামেয়া হাফিজিয়া খলিলিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানা বেলাবরহাটির সুপার মুফতি শাহ মোস্তাক আহমেদ, ঝরঝরিয়া মালেকিয়া ফজলিয়া সুন্নিয়া মডেল মাদরাসার পরিচালক মাওলানা মতিউর রহমান আলকাদেরী, আঙিনা২৪.কম এর সম্পাদক কাজী মো. মমিনুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন মইনপুর দারুল আরকাম মাদরাসার পরিচালক মাওলানা জিয়াউর রহমান, উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা কামরুল হুদা, সুনামগঞ্জ পৌরসভা মোল্লাপাড়া রহমানপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী আল হানাফী, সংগঠনটির আইসিটি সম্পাদক আব্দুল জলিল।
সাইবার বিষয়ক সম্পাদক মাওলানা ডা. নাজমুল হুদা মিসবাহ এর সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ মো. জয়নাল আবেদীন সোহাগ। উপস্থিত সবার আপ্যায়ন এর ব্যবস্থা করেন মো. সেলিম ও মো. অরুণ। ডেকোরেশন করেছেন অপূর্ব ডেকোরেটারস।
আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে প্রধানঅথিতি দেশ ও দেশের জনগণের শান্তি কামনায় ও শুহাদায়ে কারবালাকে স্মরণ করে দোয়া করেন।