রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
রেজাউল করিম, সুনামগঞ্জ::
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সুনামগঞ্জ জেলা শাখা কর্তৃক ৩৭ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ পৌরশাখার মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটিকে অনুমোদন দেয়া হয়েছে। গত ২০ ফেব্রুয়ারী বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দেবাশীষ দাস গুপ্ত বাপ্পী ও সাধারণ সম্পাদক মো. তৌহিদ হোসেন (বাবু) স্বাক্ষরিত পত্রে পৌরশাখার আহবায়ক কমিটিকে অনুমোদন দেয়া হয়। অনুমোদনের পর জেলা শাখার নেতৃবৃন্দ কমিটি হস্তান্তর করেন। পরে পৌর শাখার নেতৃবৃন্দ ফুল দিয়ে জেলা শাখার নেতৃবৃন্দ ও জেলা আ’লীগ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কমিটি হস্তান্তর করেন। এ সময় জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নান্টুরায়, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, লিটন চৌধুরী, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, মুহিবুর রহমান মুহিত, পৌরভ আহমেদ, আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন। ৩৭ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ মৎস্যজীবী লীগ পৌর শাখা কমিটির আহবায়ক মো.তহুর আলী (সুনুর)। যুগ্ম আহবায়ক মো.ওমর ফারুক, রিপন বর্মণ, হামিদা আক্তার, মো. জুবের আহমদ ও আছমা বেগম। সদস্য সচিব মো.রহিম আলম (রানা) মনোনীত হয়েছেন।
সম্মানিত সদস্য লিটন কর, মোছা: ময়না বিবি, মো. সোয়েব আবেদীন, মো. আজিজুর রহমান, সুবোধ বর্মণ, হেনা আক্তার, সুকেশ দাস, সঞ্জু পুরকায়স্থ, মো.আবির মিয়া, মো.আবু তাহের, লিটন বর্মণ, সুশীল বর্মণ, মনু বর্মণ, হিমাংশু বর্মণ, নিরদ বর্মণ, তরুনী বর্মণ, প্রবোদ বর্মণ, রাজ মোহন, হরেন্দ্র বর্মণ, সুহেনা বেগম, নাজমুল আহমদ, আব্দুছ ছালাম, মো. জাহির উদ্দিন, চায়না বেগম, মাহবুবুর রহমান, শেফা বেগম, মকবুল হোসেন মোহন, বিলাল আহমদ, মোছা: মাহদিয়া আক্তার ও জেসমিন বেগম। ##