শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
মেঘালয়ের পাদঞ্চলে এবারের প্রচন্ড শীতের প্রকোপ শুরু হতেই মানবিক দায়িত্ব থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কিছু স্বপ্নবাজ মানুষ।
মঙ্গলবার(৩১ ডিসেম্বর) সকাল ১০ টায় সুনামগঞ্জ সদর জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইসলামপুর গ্রামের ২০টি পরিবারের মধ্যে কম্বল বিতরণের আয়োজন করেছেন ফেইজবুককে কেন্দ্র করে গড়ে ওঠা পেইজ “অসহায় মানুষের পাশে আমরা”।
এই পেইজের সকল সদস্যবৃন্দ মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে গরীব শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন।
জানা যায়, ফেইসবুক পেইজ “অসহায় মানুষের পাশে আমরা” এর যাত্রা শুরু হয় ২০১৯ সালের প্রথম দিকে। এই ফেইজবুক পেইজটি আগেও বিভিন্ন উৎসবে গরীব অসহায় মানুষ,গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন। সদস্য এবং এলাকার স্বপ্নবাজ তরুনেরা বিভিন্ন এলাকার গরীব ও শীতার্ত মানুষের খুঁজ নিয়ে তাদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিয়েছেন।
এ প্রসঙ্গে পেইজের প্রতিষ্ঠা ও পরিচালক প্রভাষক মো.মাইনুদ্দীন বলেছেন, আমাদের আশে-পাশে অনেক গরীব মানুষ আছেন যাদের পাশে আমরা দাঁড়াতে পারছি বিধায় আমরা নিজের ধন্য মনে করছি। যারা সার্বিক ভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন তারা হলেন মো.ফারুক আহমেদ, মো.সাইফুল ইসলাম(বাবুল), সফিকুল ইসলাম ( সফিক),মো.শামীম আহমেদ,মো.এলেম মিয়া,মো.নাছির উদ্দীন,কাজী মমিনুল ইসলাম,মো.আব্দুল আজিজ,আব্দুর রহিম,আলী আকবর, মো.মমিন মিয়া,মো.জুয়েল মিয়া,মো.তোফাজ্জল হোসেন,মো. রহম আলী,আলী আহমেদ,মো.সেলিম আহমেদ,সাদিকুল ইসলাম (কালা),মো.নাজির আলী।
প্রত্যেকেই ভেবেছেন আমাদের আশে-পাশে অসহায় শীতার্ত মানুষ যারা আছেন তাদের পাশে দাঁড়িয়ে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া সকলের নৈতিক দায়িত্বও কর্তব্য