শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিশ্ব নবীর আগমনে, সুরভিত পরিবেশে পুলকিত বিশ্ব আজীবন সম্মাননা পেলেন জনাব ওসমান গণি ও শফিকুর রহমান মধু মিয়া বৃষ্টির ধারায় মুছে যাক “রোজা রাখি, আল্লাহর হুকুম পালন করি, নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ থাকতে উৎসাহিত করি” মঙ্গলকাটা কম্পিউটার ট্রেনিং সেন্টার ‘MCTC’র এক যুগ পূর্তিতে আনন্দ ভ্রমণ ফেনিবিল ও কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের অমর একুশে উদযাপন ‘আব্দুল গণি ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরিক্ষা-২২ এর বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত সুনামগঞ্জের ডলুরা বর্ডারহাটে অনিয়ম ও মাদক বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত তৃতীয় বারের মত অনুষ্ঠিত হয়ে গেলো দাখিল ২০০৪ ব্যাচ এর মিলনমেলা

“অসহায় মানুষের পাশে আমরা” ফেইজবুক পেইজের পক্ষ থেকে ৪০টি পরিবারে নগদ টাকা বিতরণ

“অসহায় মানুষের পাশে আমরা” ফেইজবুক পেইজের পক্ষ থেকে ৪০টি পরিবারে নগদ টাকা বিতরণ

স্টাফ রিপোর্টার ::
আজ মেঘালয়ের পাদাঞ্চলে বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবেলা ও পবিত্র ঈদ উপলক্ষে মানবিক দায়িত্ব থেকে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে কিছু স্বপ্নবাজ মানুষ, সুনামগঞ্জ সদর জাহাঙ্গীর নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইসলামপুর গ্রামের ফেইজবুককে কেন্দ্র করে গড়ে ওঠা পেইজ “অসহায় মানুষের পাশে আমরা”। এই পেইজের সকল সদস্য মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে আজ শনিবার বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবেলা ও ঈদ উপলক্ষে ৫০ টি গরীব ও অসহায় পরিবারের কাছে নগদ টাকা পৌছে দিয়েছে।

জানা যায়, এই ফেইসবুক পেইজ “অসহায় মানুষের পাশে আমরা” এর যাত্রা শুরু হয় ২০১৯ সালের প্রথম দিকে। এই ফেইজবুক পেইজটি বিভিন্ন উৎসবে গরীব ও অসহায় মানুষের বিভিন্ন আর্থিক সহায়তা,গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন। সদস্য এবং এলাকার স্বপ্নবাজ তরুনেরা বিভিন্ন এলাকার মানুষের খুঁজ নিয়ে গত ঈদুল ফিতরে নগদ টাকা তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন।
প্রতিবারের মত এবারও সবার ঘরে ঘরে ঈদ যাতে আনন্দে কাটাতে পরে এই লক্ষে ৪০ টি পরিবারে প্রায় ২০ হাজার নগদ টাকা পৌঁছে দিয়েছেন। এ প্রসঙ্গে পেইজের প্রতিষ্ঠা ও পরিচালক প্রভাষক মো.মাইনুদ্দীন বলেছেন, আমাদের মুসলামনের বড় দুটি উৎসবের এ মধ্যে একটি ঈদ। আমাদের আশে-পাশে অনেক গরীব ও খেটে খাওয়া মানুষ আছেন যাদের পাশে আমরা দাঁড়াতে পারছি বিধায় আমরা নিজেদের ধন্য মনে করছি। যারা সার্বিক ভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
যারা সার্বিকভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন ,মেজর কেএসএম মো.বায়েজিদ আহমেদ , ব্যাংকার মো.শামীম আহমেদ, ব্যাংকার তারেক হোসেল (সোহেল), এ.এসপি মো.আক্কাস আলী, মো.আলী আকবর, মো.এনামূল হক,
মো. আব্দুর রহিম,
এস.আই.মোহাম্মদ এখলাছ মিয়া, নোমান আহমেদ, রাজীব আহমেদ, পুলিশ সদস্য মো.সজল ভূইয়া,মো.কামাল হোসেন রানা,তোফাজ্জল হোসেন, হাফেজ আলমগীর,প্রবাসী সাদিকুল ইসলাম (কালা) ও আব্দুল আজিজ।
এই পেইজের প্রত্যেকেই ভেবেছেন আমাদের আশে-পাশে অসহায় মানুষ আছেন। আসুন সবাই এই সংকটময় মূহুর্তে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে নিজেদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য পালন করি।
এই মহতী কাজে এলাকার সবাই ও যারা সহায়তা পেয়েছেন তারা পরিষদের সবার জন্য দোয়া ও সুস্থতা কামনা করেছে।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com