মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন
আজ রবিবার থেকে সারা দেশে একসাথে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী পরীক্ষা। সুনামগঞ্জের মোট পরীক্ষার্থী ৫৭ হাজার ১৬২ জন।
জেলার ১৮৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রবিবার প্রথম দিন ইংরেজি পরীক্ষা হবে। ১৮৬টি কেন্দ্রের মধ্যে ৮৯ টি পরীক্ষা কেন্দ্রে এবতেদায়ী ও সাধারণ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯১টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও শুধুমাত্র ৬টি কেন্দ্রে এবতেদায়ী পরীক্ষা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা।