বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
‘আব্দুল গণি ফাউন্ডেশন’ এর অধীনে মেধাবৃত্তি -২০২২ এর ফলাফল ২৪ডিসেম্বর শনিবার প্রকাশিত হয়েছে।
সুনামগঞ্জ সদরের উত্তর সুরমা এলাকায় শিক্ষা বিস্তার ও মেধা অন্বেষণের লক্ষ্যে গত চার বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রীদের সরাসরি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই বৃত্তি দিয়ে আসছে ‘আব্দুল গণি ফাউন্ডেশন’ পরিবার।
এই বছর উক্ত এলাকার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম শ্রেণীর ছেলে-মেয়েরা গতো ১৭/১২/২০২২ তারিখে উক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে।
অন্যান্য বছরের মতো এই বছরে ছাত্র+ছাত্রীদের পরীক্ষার খাতাপত্র মূল্যায়নের পর ট্যালেন্টপুল গ্রেডে ৩০জন এবং সাধারন গ্রেডে ৩৭জন অর্থ্যাৎ সর্বমোট ৬৭জন মেধাবী ছাত্র-ছাত্রীকে এই মেধা বৃত্তির জন্য মনোনিত করা হয়!
বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্র-ছাত্রী, শিক্ষা-প্রতিষ্ঠান এবং তাদের পরিবারকে ‘আব্দুল গণি ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফাউন্ডেশনের সদস্য সচিব ডা. এম নুরুল ইসলাম। তিনি জানান খুব শীগ্রই বৃত্তির নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরনের লক্ষে ‘আব্দুল গণি ফাউন্ডেশন’ পরিবারের পক্ষ থেকে একটি আড়ম্বরপূৃর্ণ অনুষ্ঠান আয়োজন করা হবে ইনশাল্লাহ।
উক্ত প্রোগ্রামে বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রী, তাদের জন্মদানকারী মা, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক সমাজ এবং জাতীয় পর্যায়ের বিশিষ্ট্য কোন ব্যাক্তিকে উপস্থিত করার পরিকল্পনা আছে।
শিক্ষা বিস্তার ও সামাজিক জনকল্যাণমূলক কাজকে সামনে রেখে গঠিত ‘আব্দুল গণি ফাউন্ডেশন’ পরিবার সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশী।
রেজাল্ট নিচে দেয়া হলো –