বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন
১১ ফেব্রুয়ারি শনিবার সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর সুরমার ‘আব্দুল গণি ফাউন্ডেশন’ এর মেধাবৃত্তি-২২ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, সনদ ও পুরস্কার পুরস্কার বিতরণ করা হয়।
বৃহত্তর উত্তর সুরমার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম শ্রেণীর ৬৭জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীকে কৃষ্ণনগর হোসেনীয়া উচ্চ বিদ্যালয় মাঠে আড়ম্বড়পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি হাজী আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. এম নুরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সারা বাংলাদেশের চিকিৎসক সমাজের প্রিয়মুখ, বাংলদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সংগ্রামী মহাসচিব, স্বাস্থ্যে অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. ইহতেশামূল হক চৌধুরী দুলাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্ণেল আব্দুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচাল ডা. গৌতম রায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিজুর রহমান রুমান, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক পংকজ দে, সিলেট ওসমানী মেডিকেলের মিডলেভেল চিকিৎসক পরিষদের সভাপতি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. প্রশান্ত সরকার, ডিগেন্দ্রবর্মণ ডিগ্রী কলেজর প্রভাষক আবু সুফিয়ান টিপু।
উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ বন্ধুবর ডা. এএফএম রেজাউল ইসলাম মুনাইম, সার্জারী বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম খান, আবাসিক সার্জন ডা. আদনান চৌধুরী, ইএনটি রেসিডেন্ট ডা. অরুপ রাউৎ, SSO ডা. কায়সার খোকন, রক্ত সঞ্চালন বিভাগের সিনিয়র মেডিকেল অফিসানর ডা. রেজাউল রাজিব, ইএনটি বিশেষজ্ঞ ডা. ডা.মানস কান্তি সিংহ, এ্যানেস্থেসিস্ট ডা. জনী লাল দাস, মেডিসিনের সিএ ডা. মনোতোষ রঞ্জন, মানসিক বিভাগের রেসিডেন্ট ডা.সোহেল হাসান ,
আরও উপস্থিত ছিলেন শিশুরোগ চিকিৎসক ডা. সৌকত দাস, ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডা. নুরুজ্জামান সিফাত, সুনামগঞ্জ পল্লিবিদ্যূৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, বিশিষ্ট্ ব্যবসায়ী আমিনুল ইসলাম সেলিম, ডা. হুজ্জাতসহ উত্তর সুরমা এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, ৮ম শ্রেণীর শ্রেণিশিক্ষক, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।