সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন
আকরাম উদ্দিন:
আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মত বৃষ্টি হওয়ায় বিভিন্ন স্থানের হাওরে এবার আমন ধানের ভাল ফলন হয়েছে বলে দাবি কৃষকের। কৃষকদের এমন দাবির প্রেক্ষিতে একমত পোষণ করে কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে এবং তেমন পোকার আক্রমণ ছিল না আমন জমির ধান গাছে।
ইতোমধ্যে হাওরজুড়ে ধান পাকা শুরু হয়েছে। অগ্রহায়ণের প্রথম দিন থেকে কোনো কোনো জমিতে ধান কাটতে শুরু করেছেন কৃষকেরা। এবার বেশি পরিমাণে ভাল ফলন হয়েছে বীনা ১৭ ও ইরি-৪৯ নম্বর বীজের ধান। গত বছরের তুলনায় অনেকটা বেশি ফলন হয়েছে এবার। কৃষকরা জানান, এবার পরিমাণ মত বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ফলে ধান গাছে পোকায় তেমন আক্রমণ করতে পারেনি। সময়মত ধান গাছ বড় হয়েছে এবং শীষে ধানের পরিমাণ বেশি হয়েছে। এসব ধানের জাতের মধ্যে ফলন বেশি পরিমাণে ভাল হয়েছে বীনা-১৭ নামের আমন ধানের ফসল। এই জাতের ধান প্রতি কেয়ারে ১৮ থেকে ২০ মণ উৎপন্ন হয়েছে। ইরি ৪৯ প্রতি কেয়ারে ১৪ থেকে ১৫ মণ, ইরি ৩২ প্রতি কেয়ারে ১২ থেকে ১৩ মণ, বি.আর. ১১ ও বীনা ৭ প্রতি কেয়ারে ১১ থেকে ১২ মণ ধান উৎপন্ন হয়েছে। যা গত বছরের তুলনায় অনেকটা বেশি।
সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও গ্রামের পাশে হাওরের জমিতে সরেজমিনে গেলে কৃষকরা এই প্রতিবেদককে জানান, এবার আমন ধান প্রতি কেয়ারে সর্বোচ্চ ২০ মণ এবং সর্বনি¤œ ১১ মণ করে উৎপন্ন হয়েছে। তবে বীনা-১৭ নামের আমন ধানের ফসল হয়েছে প্রতি কেয়ারে ১৮ থেকে ২০ মণ এবং ইরি ৪৯ প্রতি কেয়ারে ১৪ থেকে ১৫ মণ। এ সময় জমিতে ধান কাটায় ব্যস্ত কৃষক জাকির হোসেন, আব্দুল হানিফ, মনির হোসেন, ওয়াজ কুরুনি, হানিফ মিয়া, আবুল মিয়া, আব্দুস ছত্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জমির মালিক কৃষক চাঁন মিয়া বলেন,‘আমি ৫ কেয়ার জমি আবাদ করেছি। বীনা ২২ ও ইরি ৪৯ জমিতে আমার ফসল ভাল হয়েছে। এবার পরিমাণ মত বৃষ্টি হওয়ায় পোকার আক্রমণ তেমন ছিল না। হাওরে জমিতে তাকালে ধানের রঙ শুধুই স্বর্ণের মত। যেমন ধানের রঙ, তেমন বাড়তি ফলন। ধানের ভারে শীষ ঢলে পড়ছে দেখলে মন ভরে উঠে।’
সদর উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন টিপু বলেন, ‘এবার সদর উপজেলায় এগার হাজার বিঘা জমিতে আমন ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আমন ফসলের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে জমিতে ধান পাকা শুরু হয়েছে। অগ্রহায়ণের শুরু থেকে ধান কাটা শুরু হয়েছে। গত বারের তুলনায় ফসল অনেকটা ভাল হয়েছে।’