শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২২ উপলক্ষে ইয়াকুবিয়া দাখিল মাদরাসার উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠিত।
১০মার্চ বৃহস্পতিবার সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী ইয়াকুবিয়া দাখিল মাদরাসা মীরেরচর এর আয়োজনে মাদরাসা মিলনায়তনে মাদরাসার সুপার মাওলানা জমির উদ্দিন মাসুক এর সভাপতিত্বে ও কৃষি শিক্ষক জহুরুল হক এর পরিচালনায় অনুষ্ঠানটি শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে ৪জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়, তারা হলেন বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াহিদউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. হাছেন আলী, বীর মুক্তিযোদ্ধা মোকশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা বশির উদ্দিন অরুণ।
মুক্তিযোদ্ধাগণ তাদের বক্তব্যে স্মৃতিচারণ করেন। তাদের হাতে মাদরাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সুলতান আহমদ, শিক্ষকদের মধ্যে মাওলানা ছালামতউল্লাহ, মো. আব্দুর রহিম, মাওলানা মো. মিজানুর রহমান, ক্বারি ইদ্রিস আলী, মাওলানা ইউসুফ আলী, মো. হাছান আলী, মো খোরশেদ আলম, মাওলানা সাইফুল ইসলাম, রকিবুল ইসলাম, এলাহী মিয়া, মনসুরা বেগম।
প্রাক্তন ছাত্রদের পক্ষ হতে উপস্থিত ছিলেন দাখিল ২০০৪ ব্যাচের কাজী মো. মমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মো. আব্দুল মোতালিব, আব্দুল কাদির, আল আমীন, খোশনেহার প্রমুখ।