শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ঐকতান প্রকাশন আয়োজিত ‘ঐকতান সাহিত্য কবিতা রচনা প্রতিযোগিতায়’ নির্বাচিত শ্রেষ্ঠ কবি হিসেবে ‘ঐকতান সাহিত্য পুরস্কার -২০২১’ পেলেন সুনামগঞ্জের কৃতি সন্তান তারুণ্যের কবি এস আই শিমুল। উক্ত পুরস্কারের জন্য বিজয়ী হওয়ায় কবি এস আই শিমুলকে প্রকাশনী প্রদত্ত “ঐকতান সাহিত্য পুরস্কার-২০২১” ক্রেস্ট, সম্মাননা পত্র ও বই উপহার দেওয়া হয়।
গত ২২মার্চ ২০২১ ডলুরা শহিদ মিনারে উত্তর সুনামগঞ্জ সাহিত্য সংসদ এর অভিষেক অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে কবির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য মাত্র ১৫ বছর বয়সে এস আই শিমুলের প্রথম পূর্ণাঙ্গ কাব্য গ্রন্থ ‘প্রারম্ভিকা’ প্রকাশিত হয়। এই পর্যন্ত কবির তিনটি কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে।
লেখালেখির স্বীকৃতি স্বরূপ পেয়েছে অসংখ্য সাহিত্য পুরস্কার। ‘ওয়ার্ল্ড লিটারেচার ফোরাম ফর পিচ এন্ড হিউম্যান রাইটস ‘কর্তৃক বাংলাদেশ থেকে নির্বাচিত সর্বকনিষ্ঠ কবি হিসেবে ২০২১ সালের ২৯ জানুয়ারি পেয়েছে ‘ইন্টারমেশনাল এ্যাম্বাসেডর অফ পিচ এ্যাওয়ার্ড-২০২১’। বাংলাদেশের প্রধান শিশু কিশোর পত্রিকা “কিশোর বাংলা”, জুন ২০২১ সংখ্যায় কবি এস আই শিমুল কে ” তারুণ্যের কবি “হিসেবে আখ্যা প্রদান করে।