শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
শহরের কাজী শফিক হজ গ্রুপের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নাবী ও সীরাতুন্নাবী (সা:) উদযাপন করা হয়েছে।
সোমবার সকালে মুক্তারপাড়াস্থ কাজী শফিক হজ গ্রুপ কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক মো. নুরে আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন খালেকাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ হাফেজ আতাউর রহমান লস্কর।
কাজী শফিক হজ গ্রুপের পরিচালক কাজী শফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ লাইনস জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা মোবারক হোসেন, ইমান মোয়াজ্জিন পরিষদের হাফিজ জয়নাল আবেদীন, আলহাজ তেরাব আলী ও মো. সেলিম হায়দার। আলোচনা শেষে দোয়-মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া-মাহফিল পরিচালনা করেন আলহাজ আতাউর রহমান লস্কর। এসময় উপস্থিত ছিলেন কাজী মমিনুল ইসলাম মমিন, কাজী মাহবুবুল ইসলাম মাহবুব, মো.সেলিম আহমদ, আবুল কালাম প্রমুখ।