শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
আকরাম উদ্দিন:
সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রংপুর গ্রামে কান্দিগাঁওয়ে প্রায় দুইশত পরিবারের নিরাপদ পানির নলকূপ নেই। মাটির নিচে পাথর থাকায় নলকূপ স্থাপন করা সম্ভব হচ্ছে না। তাই কুয়া বা ইঁদারার পানি পান করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয়রা জানান, পাহাড়ের পাদদেশে অবস্থিত কান্দিগাঁওয়ে নলকূপ স্থাপন করতে বার বার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ৬০-৭০ ফুট মাটির নিচে পাইপ গেলেই বড় বড় পাথরে আটকা পড়ে যায় পাইপ কাটার। একাধিক বার চেষ্টা করেও নলকূপ স্থাপনে ব্যর্থ হওয়ায় এই গ্রামের কোথাও নলকূপ স্থাপন করা সম্ভব হচ্ছে না। এই কারণে বাড়ির উঠানে মাটি খনন করে একাধিক রিং স্থাপন করে কুয়া বা ইঁদারা করে পানির চাহিদা মেটাচ্ছেন তারা।
স্থানীয় ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন বলেন,‘আমার ওয়ার্ডের নিরাপদ পানি সংকট মেটাতে অনেকবার চেষ্টা করেছি। কিন্তু মাটির নিচে পাথর থাকায় নলকূপ স্থাপন করা সম্ভব হচ্ছে না। বিকল্প ব্যবস্থায় নিরাপদ পানি সংকট মেটাতে প্রশাসনের কাছে আমারও দাবি।