বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন
ইলিয়াস উদ্দিন::
ব্র্যাক-এর সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।
০৯ এপ্রিল সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নে ০১ নং ওয়ার্ডে নারায়ণতলা মুগাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুচ্ছগ্রাম ও ফেনিবিল গ্রামের প্রতি খানায় একটি করে মোট ৪৯৩ টি কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ করা হয়।
মশারি বিতরণ অনুষ্ঠানে ম্যালেরিয়া নির্মূলে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারির সঠিক ব্যবহার, বাড়ির পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্য সচেতনতামূলক বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা ব্র্যাক-এর প্রোগ্রাম অর্গানাইজার খালেদা মনির, প্রকল্প সহকারি মোঃ বশির মিয়া ও মোছাঃ রাজিয়া আক্তার, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ শাহ আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈয়দার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সিকদার, কোনাপাড়া সিসি এমএসভি পারভিন আক্তার, জাহাঙ্গীরনগর ইউপির সাবেক সংরক্ষিত মহিলা সদস্য সাজিয়া সুলতানা, সমাজসেবক মোঃ মতিউর রহমান, মোঃ রিপন মিয়া, মোঃ গোলাপ মিয়া প্রমূখ।