সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন
আঙিনা২৪ ::
গত ২ এপ্রিল শুক্রবার ভার্চুয়ালী সম্পন্ন হলো খাদিমপাড়া রানাস কমিউনিটি সিলেট এর উদ্যোগে ১০ কিলোমিটার ম্যারাথন। প্রায় ৫০০ জন অ্যাথলেটের অংশগ্রহনে এই ম্যারাথন শেষ হয়।
করোনাভাইরাস সংক্রমণের ঝুকিপূর্ণ এই পরিস্থিতি ও সরকারি নিষেধাজ্ঞা জারী হওয়ায় তারা সরাসরি ইভেন্ট করতে পারেননি। তাছাড়াও প্রশাসনের অনুমতি নিতে গেলে তারা সরাসরি নাকচ করে দেয়। তাই, ইভেন্ট সফল করার স্বার্থে আয়োজক কমিটি তড়িৎ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এবং ২ এপ্রিলের “Khadimpara 10K Run” ভার্চুয়াল রান ইভেন্ট এ রূপান্তরিত করা হয়।
তারা বলেন যারা ২ তারিখ ব্যাস্ততার কারনে সম্পন্ন করতে পারেননি তারা অবশ্যই ০২-০৫ এপ্রিল এর মধ্যে শেষ করতে হবে এবং রেকর্ড এই লিংকে সাবমিট করতে হবে https://krcsylhet.com/vr-run
সম্পন্ন করার নিয়মাবলি গুলো হলো
আয়োজক কমিটির প্রধান উপদেষ্ঠা ৬ নং খাদিমপাড়া ইউপির জনপ্রিয় চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আফসর আহমদ, জালালাবাদ২৪.কম এর উপসম্পাদক এবং একজন সফল অ্যাথলেট জনাব শহীদুল ইসলামকে বলেন, ” আমরা খুবই সুন্দর করে প্লান করেছিলাম কিন্তু দুঃখজনক হলেও আমরা সবার সুরক্ষার কথা মাথায় রেখে এবং সরকারি নিষেধাজ্ঞার প্রতি সম্মান রেখে এমন সিদ্ধান্ত নিতে হলো।
আশাকরি সবাই ইতিবাচক ভাবে আমাদের সিদ্ধান্ত কে সাধুবাদ জানাবেন। আগামীতে অনুরুপ আরো আয়োজন করা হবে এবং সবাইকে পাশে থাকার জন্য আহ্বান জানান। “
পরে তিনি উপসম্পাদকের একটি সাক্ষাৎকার নেন ও সার্টিফিকেট, মেডেল, গেঞ্জি, মগ, মিষ্টান্ন প্রদান করেন।