শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন
রুহুল আমিন : সুনামগঞ্জ সদর জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাহাঙ্গীরনগর প্রিমিয়ার লীগ (জেপিএল) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত । ৭ ফেব্রুয়ারি শুক্রবার জাহাঙ্গীরনগর সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যেগে স্থানীয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় দুইটি দল অংশ গ্রহণ করে জাহাঙ্গীরনগর সুপার স্টার বনাম জাহাঙ্গীরনগর রাইডারস । খেলায় বিজয়ী হয় জাহাঙ্গীরনগর সুপার স্টার । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন শাকিল আহমদ (জাহাঙ্গীরনগর সুপার স্টার), ম্যান অব দ্যা সিরিজ হন নাসির উদ্দিন (জাহাঙ্গীরনগর রাইডার)।
খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার তুলে দেন বিশিষ্ট সমাজ সেবক রসিদ আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক আবু হানিফ, তরুণ রাজনীতিবিদ ও আইনজীবী এ্যাড. শামীম আহমদ, সমাজ সেবক রফিকুল ইসলাম। সভাপতির দায়িত্ব পালন করেন জনাব বিল্লাল হোসেন । আরোও যারা উপস্থিত আব্দুর রহিম , রহিস মিয়া , ইয়াহিয়া খান , মাওলানা হাবিবুল্লাহ , জনাব ডা. আবদুল্লাহ , জনাব মফিজ উদ্দিন , জনাব আবু জাফর , জনাব আয়ুবর রহমান , জনাব চান মিয়া, জাহাঙ্গীরনগর সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি জনাব কাজী মমিনুল ইসলাম , সাধারন সম্পাদক জনাব জালাল উদ্দিন , সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক আহমদ , ক্রিয়া সম্পাদক জনাব আব্দুল হান্নান । একে একে সবার হাতে পুরষ্কার তুলে দেন আমন্তিত মেহমানগন ।