শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ‘জাহাঙ্গীরনগর প্রিমিয়ার লীগ’ (জেপিএল) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত । ৪ এপ্রিল রবিবার জাহাঙ্গীরনগর সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যেগে স্থানীয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আওয়ামীলীগ নেতা, ফারিহা একাডেমির প্রতিষ্টাতা, বিশিষ্ট সমাজসেবক আসাদুজ্জামান সেন্টু। তিনি প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করেন। সাথে সাথে ভবিষ্যতে সাথে থাকার ঘোষণা দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জাতীয় পার্টির নেতা রসিদ আহমেদ, জাহাঙ্গীরনগর ৮নং ওয়ার্ডের মেম্বার সমাজসেবক আজিজ আহমেদ, মেম্বার পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম, সংগঠনের সভাপতি কাজী মো. মমিনুল ইসলাম। সভাপতির দায়িত্ব পালন করেন সংগঠনের সেক্রেটারি মো. শাহজালাল।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল হান্নান, তানভীর আহমদ মুন্না, বায়েজিদ, আবুবাক্কার, উমর ফারুক হিমেল, রিদয়, নাহিদ, নাসির।
খেলায় চ্যাম্পিয়ন হয় আমজাদ আহমদ এর দল ‘আমজাদ সিক্সার্স’ জিতে নেয় ৩২ ইঞ্চি এল ই ডি টিভি। রানার্স আপ হয়ে ২৪ ইঞ্চি এল ই ডি টিভি পায় সৌরভ আহমেদের দল ‘সৌরভ রয়েলস’। উপস্থাপনার দায়িত্ব পালন করেন এনামুল হক।