রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন
আবু বাক্কার ::
‘জাহাঙ্গীরনগর সমাজ কল্যাণ যুব সংঘ’র উদ্যোগে একশত হত দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২১ এপ্রিল মঙ্গলবার সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের যুব সমাজের গড়া সংগঠন ‘জাহাঙ্গীরনগর সমাজ কল্যাণ যুব সংঘ’ চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে। উক্ত সামগ্রী উপহারাকারে প্রত্যেকের ঘরে ঘরে পৌছে দেন। সংগঠনের সদস্যরা সবাইকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করেন।
সংগঠনের সভাপতি কাজী মমিনুল ইসলাম জানান, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সমাজসেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে। আল্লাহর রহমতে এই কাজ আমরা সামনে আরও বেশি করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ জানান, আমরা ঘরে ঘরে সহায়তা সামগ্রী পৌছে দিয়েছি। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে উৎসাহিত করেছি। বারবার হাত ধুয়াসহ একান্ত প্রয়োজনে ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছি এবং এ কার্যক্রম আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ।