বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজার এলাকায় ‘লুমিনাস একাডেমি’ শতভাগ ফলাফলের কৃতিত্ব অর্জন করে। ১০৫ জন শিক্ষার্থী জেএসসি পরিক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। এদের মধ্যে ২ জন জিপিএ ৫ পেয়েছে। তারা হলেন রাবেয়া খাতুন মাহিমা,সামিয়া আক্তার ঝর্ণা।
প্রধান শিক্ষক মো. শামসুল আলম সেলিম বলেন,’আমার লুমিনাস একাডেমি’২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকে আমাদের আন্তরিকতায় শিক্ষর্থীরা লেখাপড়ায় ভাল ফলাফল করে আসছে। আমাদের একাডেমির শিক্ষার্থীদের ক্লাশের বাইরে প্রাইভেট পড়তে হয় না। দুর্বল শিক্ষার্থীর জন্য এক্সট্রা কেয়ার ব্যবস্থা আছে। পুরো প্রতিষ্ঠানটি সি.সি ক্যামেরা দ্বারা নিয়ন্তিত। অন্যান্য বারের মতো এবারও ‘লুমিনাস একাডেমির শিক্ষার্থী শতভাগ পাশ করে। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। বিজ্ঞপ্তি