বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহীদ আবুল হোসেন মিলনায়তনে ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে সোমবার (১ নভেম্বর)।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ -পরিচালক মো. শাহনুর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন – জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক মো. আলমগীর কবির, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, ডেপুটি সিভিল সার্জন আশরাফুল হক, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর শওকত ওসমান শামীম, ফেনিবিল যুব সংঘের সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ।
প্রধান অতিথির মাধ্যমে সফল আত্মকর্মী, শ্রেষ্ঠ যুব সংগঠক ও সংগঠনকে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। শ্রেষ্ঠ সংগঠকের ক্যাটাগরিতে স্বীকৃতি লাভ করেন সুনামগঞ্জ সদর উপজেলার সক্রিয় সংগঠনের সভাপতি মোঃ শাহ আলম।
সাংগঠনিক কাজ ছাড়াও বৈশ্বিক মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে তাহার নৈতৃত্বে উল্লেখ্য কার্য সম্পাদনা করেন। জনেসচেনতা মূলক লিফলেট বিতরণ, মাইকিং, মাস্ক বিতরণ, ত্রাণ সামগ্রী বিতরণ, লক ডাউনের সময় জনজমায়েত স্থান বিশেষ করে স্থানীয় বাজারে মানুষের সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ করাসহ বন্যা সময় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নজীর সৃষ্টি করেছে উক্ত সংগঠনের সভাপতি মোঃ শাহ আলম।