বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনে মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। শনিবার সকালে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন নাহার রুমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-মৌলভিবাজার সংসদের সংরক্ষিত সংসদ সদস্য অ্যাড. শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী, জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. এমরান হোসেন, পৌর মেয়র নাদের বখত. অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন্নবী, অতিরিক্ত জেলা ম্যাজিস্টে প্রদীপ সিংহ. জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নিগার সুলতানা কেয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর জেলা পরিষদের সদস্য সেলিনা আবেদীন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক
অবিস্মরণীয় দিবস। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন। তাই বিজয়ের একদিন আগে আমরা স্বরন করি সেই সকল বীর শহীদদের যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই বাংলাদেশ।
বক্তারা আরো বলেন, মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মকে জানাতে হবে। কারণ অনেকবার বাংলাদেশের মুক্তিযোদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হয়েছে। তাই মুক্তিযোদ্ধা সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনা বর্তমান প্রজন্মকে মুক্তিযোদ্ধের গল্প শোনাবেন। তারা যেনো বাংলাদেশকে সঠিকভাবে জানতে পারে।
আলোচনা সভা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।