শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন
আঙিনা ডেস্ক:: দেশের শ্রদ্ধাভাজন শীর্ষ আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সদরুল মুহতামিম আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বরেণ্য ইসলামী ব্যক্তিত্ব শায়খ ইউসুফ আল কারযাভী।
তার ফেরিভাইড ফেসবুক পেজে তিনি এই শোকবার্তা জানান।বিজ্ঞাপন
শায়খ ইউসুফ আল কারযাভী তার শোকবার্তায় লেখেন, আল্লাহ তায়ালা শায়েখ আহমাদ শফী রহ.এর উপর রহমত নাযিল করুন। যিনি ছিলেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম এর পরিচালক ও শাইখুল হাদিস। একই সাথে তিনি বাংলাদেশের প্রভাবশালী ধর্মীয় নেতাদের মধ্যে অন্যতম ছিলেন।
তিনি লেখেন, হে আল্লাহ, আপনি তাঁকে ক্ষমা করুন, তাঁর প্রতি অনুগ্রহ করুন। এ মহান ব্যক্তিত্বকে সিদ্দিকদের মর্যাদা দান করুন, ইল্লিইনে তাঁকে উচ্চমর্যাদা দান করুন। ইসলাম ও মুসলমানদের প্রতি তাঁর অবদানের সর্বোচ্চ প্রতিদান দান করুন।
আব্দুর রহমান শরীয়তপুরীর অনুবাদ