শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ঃ
আসন্ন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আবারো প্রার্থী হতে যাচ্ছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের প্রতিষ্ঠাকালীন প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সুনামগঞ্জ জেলা মহিলা লীগের আইনবিষয়ক সম্পাদিকা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা,সুনামগঞ্জ জেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মোছাঃ হেলিনা আক্তার(হেলেন) তার প্রার্থী হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি মোঃ শফিকুল ইসলাম রাহীন। তিনি বলেন,এডভোকেট হেলিনা আক্তার আসন্ন ১০ মার্চ অনুষ্ঠিতব্য দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন।তিনি আবারো জনগনের কল্যাণে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাবাসীর দোয়া,সমর্থন ও সহযোগীতা প্রত্যাশী।