বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন
শাহ আলম ইলিয়াস::
গত ১৯ ফেব্রুয়ারী পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি মহোদয়ের সাথে উত্তর সুরমার গর্ব, উত্তর সুরমা চাকরিজীবী পরিষদের সম্মানিত মানব সম্পদ বিষয়ক সম্পাদক সার্জেন্ট কুতুব উদ্দিন মাসুম সৌজন্য সাক্ষাৎ করেন। মৌলভী বাজারে এক সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় তিনি সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর সুরমা চাকরিজীবী পরিষদ এর পক্ষ থেকে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি উত্তর সুরমার উন্নয়নের প্রতি নজর রাখার জন্য মন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ জানান। মাননীয় মন্ত্রী কুতুব উদ্দিন মাসুমকে আশ্বাস দিয়ে বলেন যে, “ আমি উত্তর সুরমার ব্যাপারে অবগত আছি। অচিরেই উত্তর সুরমার বড় উন্নয়ন আমরা দেখতে পাব।” এ সময় পরিষদের অন্যান্য সদস্যবৃন্দসহ উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নেছার আহমদ এমপি, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মহোদয়, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব জাকারিয়া ও মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব ফজলুর রহমান প্রমূখ। উল্লেখ্য কুতুব উদ্দিন মাসুম ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সহ সভাপতি।