শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
মোঃ শাহ আলম ::
শুত্রুবার (১ এপ্রিল) গুদিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নের কেজিকে সমাজকল্যাণ যুব সংঘের আয়োজিত বিশাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ বনাম কেজিকে সমাজকল্যাণ যুব সংঘ মধ্যে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ম্যাচে ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ ৩-০ গোলের ব্যাবধানে ঐতিহাসিক জয় লাভ করে।
সুরমা উত্তরে ক্রীড়াঙ্গণ নামে পরিচিত গুদিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতি বছরের ন্যায় এবারও ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ৮০টি ক্লাব অংশ গ্রহণ করে। প্রতিটি ম্যাচে দুর্দান্ত পারফর্মেন্স করে ফাইনালে জয়ের মুকুট ছিনিয়ে আনল ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ।
স্মরণীয় ফুটবল ম্যাচটি উপভোগ করার জন্য দূরদুরান্ত থেকে ফুটবল প্রেমিক দর্শক বৃন্দ মাঠের গ্যালারীতে উপস্থিত হন এবং খেলোয়ারদের দুর্দান্ত পারফর্মেন্সে প্রশংসা করেছেন তারা।
খেলার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মো: মোকশেদ আলী, মোঃ সিদ্দিক মিয়া, মোঃ আমজাদ সিকদার, কেজিকে সমাজকল্যাণ যুব সংঘের উপদেষ্টা জনাব মোঃ ফজলু মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।