মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
মোঃ শাহ আলম::
০৪ এপ্রিল (বুধবার) সুনামগঞ্জ সদর উপজেলার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠন ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের অস্থায়ী কার্যালয়ে ফুটবল শিরোপা অর্জনকারীদের সংবর্ধনা প্রদান করা হয়।
কেজিকে সমাজকল্যাণ যুব সংঘের আয়োজিত ফুটবল টুর্নামেন্ট (২০২১-২০২২) মোট ৮০ দল অংশ গ্রহণ করে।
১ এপ্রিল ২০২২ খ্রি: গুদিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল ফুটবল ম্যাচে কেজিকে সমাজকল্যাণ যুব সংঘকে ০-৩ গোলের ব্যাবধানে দুর্দান্ত পারফরমেন্স করে ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ চ্যাম্পিয়ন গৌরব অর্জন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ শাহ আলম-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগেঠনের সহ সভাপতি এস.এম সৈয়দ আব্দুল মতিন, মোঃ নোমান আহমেদ মামুন, কুতুব উদ্দিন, মোঃ ইলিয়াছ উদ্দিন, সংগঠনের উপদেষ্টা মোঃ আতিকুর রহমান সবুজ , সংগঠনের শুভেচ্ছা দূত মোঃ আশিকুর রহমান উজ্জ্বল, সংগঠনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।
আলোচনার শেষে খেলোয়ার সহ সকল সদস্যদের মাঝে শুভেচ্ছা স্বারক ও দলীয় ট্রফি তুলে দেওয়া হয়।