রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন
আজ মহান বিজয় দিবস। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা।
বিজয়ের ৪৭ বছর পূর্ণ হলো আজ। এই স্বাধীনতা যাদের রক্ত ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে, আজকের দিনে সেই মুক্তি সংগ্রামী, মুক্তিযোদ্ধা ও শহীদদের আমরা গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসায় স্মরণ করছি। তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বিজয়ের এই দিনে দেশ ভরে যাক সুখ, সমৃদ্ধি ও কল্যানে। সেই সাথে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।