শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন
মোঃ আনোয়ার হোসেনঃ
সুনামগঞ্জ সদর জাহাঙ্গীরনগর ইউনিয়নের ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর পালনের মাধ্যমে মহান ৪৯ তম বিজয় দিবস উদযাপন করেছে। মহামারী কোভিড-১৯ কারণে মাস্ক পরিধান করে ও সামাজিক দূরত্ব বাজায় রেখে সকালে ঐতিহাসিক ডলুরা শহীদ মাজারে ৪৮ জন বীর শহীদের প্রতি পুষ্পস্তব অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
পুষ্পস্তব অর্পনের পর সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য মোঃ আমজাদ হোসেন, মোঃ মোবারক হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সদস্য সৈয়দ দ্বীন ইসলাম, মোঃ আব্দুর রহমান তনয় এবং সভাপতি মোঃ শাহ আলম। আলোচনার শেষে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য মুনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মামুন মিয়া, মোঃ রাসেল মিয়া, মোরাদ মিয়া, মোঃ আনিছ সিকদার, মোঃ আইনূল হক, মোঃ আলম মিয়া, মোঃ রাসেল মিয়া, সৈয়দ মাশরাফি, মোঃ লিটন মিয়া, মোঃ সুমন মিয়া, মোঃ রাকিব মিয়া প্রমূখ। পরিশেষে ডলুরা ও ফেনিবিল গুচ্ছ গ্রামের পয়েন্টে মানুষের মাঝে বিনামূলে ১৫০টি মাস্ক বিতরণ করা হয়।