শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন
রুহুল আমীন: সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটার হালুয়ারঘাট থেকে বর্ডার পর্যন্ত চোখে পড়ছে বিভিন্ন জিকির সম্বলিত ব্যানার ফেস্টুন। সরেজমিনে দেখা যায় সুবাহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ, আস্তাগফিরুল্লাহসহ আরও জিকিরের ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে এলাকার রাস্তার পাশে দেয়ালে ।
জানা যায় ’জাহাঙ্গীরনগর সমাজ কল্যাণ যুব সংঘ’ সংঘটনের যুবকদের তত্ত্বাবধানে এই ব্যানার লাগানো হয়েছে। এ বিষয়ে পথযাত্রী ইমাম মাও: মো: আ: মালেক বলেন , এটা খুব ভালো উদ্যোগ। মানুষ চলতে চলতে এ জিকির পড়লে অনেক সাওয়াবের অধিকারী হবে । এনামুল কবির নামে এক দোকান মালিক বলেন, যুবকদের এই মহৎ উদ্যোগ আল্লাহ কবুল করুক ।এই অবক্ষয়ের সময় তাদের উদ্যোগ প্রশংসনীয় ।এ্যাড. শামীম আহমেদ বলেন , যুব সমাজ মাদক আর অশ্লীলতায় নিমজ্জিত, ঠিক এ সময় তাদের এই উদ্যোগ অবশ্যই মহৎ ও কল্যাণকর।
এ সম্পর্কে সংগঠনটির সভাপতি কাজী মমিনুল ইসলাম বলেন, ১৯৯৬ সাল থেকে সংগঠনটি যুব সমাজ সহ সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে আসছে । যুব সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আর্ত মানবতার সেবা, মাদক নির্মুলসহ বিভিন্ন সচেতনতা মূলক কর্মকান্ডন্ডে উৎসাহিত করার কাজ করে আসছে এই সংগঠন।