মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা বিশ্ব নবীর আগমনে, সুরভিত পরিবেশে পুলকিত বিশ্ব আজীবন সম্মাননা পেলেন জনাব ওসমান গণি ও শফিকুর রহমান মধু মিয়া বৃষ্টির ধারায় মুছে যাক “রোজা রাখি, আল্লাহর হুকুম পালন করি, নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ থাকতে উৎসাহিত করি” মঙ্গলকাটা কম্পিউটার ট্রেনিং সেন্টার ‘MCTC’র এক যুগ পূর্তিতে আনন্দ ভ্রমণ ফেনিবিল ও কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের অমর একুশে উদযাপন ‘আব্দুল গণি ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরিক্ষা-২২ এর বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত সুনামগঞ্জের ডলুরা বর্ডারহাটে অনিয়ম ও মাদক বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

মতিউর রহমানকে মহাজোটের প্রার্থী করতে সদর ও বিশ্বম্ভরপুরে আ.লীগের বর্ধিত সভা

মতিউর রহমানকে মহাজোটের প্রার্থী করতে সদর ও বিশ্বম্ভরপুরে আ.লীগের বর্ধিত সভা

সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সুনামগঞ্জ-৪ (সদর উত্তর- বিশ্বম্ভরপুর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে প্রার্থী করার দাবি জানানো হয়েছে। সর্বসম্মত এই সিদ্ধান্ত দলীয় সভানেত্রী’র কাছে পাঠানোরও সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
মঙ্গলবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণের সঞ্চালনায় সভায় উপজেলার ৫ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।
এর আগে গত রোববার বিকালে মতিউর রহমানের সুনামগঞ্জ শহরের হাজীপাড়ার বাসভবনে সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ৯ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ বক্তব্য দেন।
বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণ বলেন, ‘মঙ্গলবারের বর্ধিত সভায় উপজেলার ৫ ইউনিয়নের ৪৫ টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে ৪৩ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে এই আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী দেবার জন্য দলীয় সভানেত্রীকে অনুরোধ জানাতে।’
সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম বলেন, ‘রোববারের বর্ধিত সভায় ৯টি ইউনিয়ন এবং প্রত্যেক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন এই আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমানকে প্রার্থী করতে দলীয় সভানেত্রীকে অনুরোধ জানাতে। সভায় এই সিদ্ধান্তও হয়েছে মতিউর রহমান স্বতন্ত্র নির্বাচন করলেও তাকে সহযোগিতা করবেন নেতা-কর্মীরা।’
প্রসঙ্গত. এই আসনের বর্তমান সংসদ সদস্য মহাজোটের শরিক জেলা জাপা’র আহ্বায়ক পীর ফজলুর রহমান মিসবাহ। এবারও মহাজোটের প্রার্থী হিসাবে এখানে মনোনয়ন জমা দিয়েছেন পীর মিসবাহ। জেলা আওয়ামী লীগের সভাপতি এই আসনের সাবেক সংসদ সদস্য মতিউর রহমানও মনোনয়ন জমা দিয়েছেন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com