শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন
সুনামগঞ্জ -৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. ফজলুল হক আছপিয়া শহর ও শহরতলীতে গণসংযোগ করেছেন।
বুধবার বিকালে তিনি বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের মোহাম্মদপুর, ওয়েজখালী, জলিলপুর ও গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্টে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুুরুল, সদর উপজেলা বিএনপির সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, সুনামগঞ্জ পৌর বিএনপির সভাপতি অ্যাড. শেরেনুর আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকতসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগকালে বিএনপির প্রার্থী অ্যাড. ফজলুল হক আছপিয়া ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান। (সংবাদ বিজ্ঞপ্তি)