মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন
১৯৭১ সালের উত্তাল দিনগুলোতে সুনামগঞ্জের ভাটি এলাকার ‘দাস পার্টির’ প্রধান শহীদ জগৎজ্যোতি বীরবিক্রম’র মৃত্যুদিবস নানা আয়োজনে পালন করা হয়েছে। শুক্রবার সকালে জগৎজ্যোতি স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে নানা সংগঠন।
পুষ্প অর্পণ করে জেলা প্রশাসন, সুনামগঞ্জ সরকারি কলেজ, শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পৌরসভার মেয়র নাদের বখ্ত, মুক্তিযোদ্ধা অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ।
মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি বীরবিক্রম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সুনামগঞ্জের ভাটি এলাকার সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর নেতৃত্বাধীন দাসপার্টি ভাটি অঞ্চলে পাকবাহিনীর সঙ্গে একাধিক সম্মুখ যুদ্ধে অংশ নেয়।
১৯৭১ সালের ১৬ নভেম্বর পাকহানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হন জগৎজ্যোতি। দেশ স্বাধীনের পর মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরবিক্রম উপাধি পান এই শহীদ মুক্তিযোদ্ধা।