শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
সফল সংগঠকের সম্মাননা পেলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সংগঠক, সমাজকর্মী শাহ আলম ইলিয়াস। গত ১৯ জুলাই সোমবার জামালগঞ্জের ধানুয়াখালী মানবসেবা সংগঠন থেকে এই সম্মাননা দেয়া হয়েছে।
গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পপতি হাজী মো. আব্দুল কুদ্দুস, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, গ্রামের প্রবীণ মুরব্বী হাজী আব্দুল বারিক, সাবেক পোস্ট মাস্টার মো. নূরুল ইসলাম, কুয়েত প্রবাসী (অব.) সৈনিক হাসান মাহমুদ সুইট প্রমূখ। এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শাহ আলম ইলিয়াস ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি ও নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষক। আঙিনা২৪.কম এর সহসম্পাদক হিসেবেও সাংবাদিকতায় জড়িত আছেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সুনামগঞ্জের সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন। এছাড়াও করোনাকালীন এই কঠিন সময়ে স্বেচ্ছায় করোনাযোদ্ধা হিসেবে নিজস্ব অর্থায়নে সচেতনতার কাজ করে যাচ্ছেন।