শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন
আঙিনা২৪::
২৩ জানুয়ারী সুনামগঞ্জ সদর উপজেলায় নারায়ণতলা মুগাইপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাহাঙ্গীরনগর ইউনিয়নের ১ ,২ ও ৩ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের দুই শতাধিক দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল তুলেদেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ আবু হানিফ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সভাপতি এইচ এম দানিস, সাবেক সৈনিক মোঃ আরফিন মিয়া, নৈয়দার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ তোফায়েল আহমেদ, নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শাহ আলম ও মোঃ হারিছ উদ্দিন, বাংলাদেশ স্বেচ্ছাসেক ফাউন্ডেশন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পর্যায়ে বিশিষ্ট স্বেচ্ছাসেবক মোঃ আক্তার হোসেন, গুদিগাঁও গ্রামের বাসিন্দ জনাব মোঃ আক্তার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জনাব মোহাম্মদ আবু হানিফ সকলের উদ্দেশ্যে বক্তব্যে বলেন যে, আগামী জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনার মূল্যবান ভোট যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিকে প্রদান করে চেয়ারম্যান নির্বাচিত করবেন যেন, দূর্যোগ ও আপদ-বিপদের আপনাদের পাশে সব সময় থাকতে পারে। উল্লেখ্য যে, পর্যায়ক্রমে জাহাঙ্গীরনগর ইউনিয়নের সকল গ্রামে শীতবস্ত্র বিতরণে কথা রয়েছে।