শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
আঙিনা২৪.কম::
সিলেটের ক্ষুদে প্রতিভা সালমান আল মাহমুদ দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার রিয়েলেটি শো ‘PHP কুরআনের আলো ক্ষুদে প্রতিভার সন্ধানে ২০২১’ পুরো রমজানজুড়ে ইফতারের পূর্বমূহুর্তে চ্যানেল NTV’র পর্দায় দেখা যাবে।
সালমান মাহমুদ সুনামগঞ্জ সদরের পাহাড়ঘেষা নয়নাভিরাম হিমালয়ের পাদদেশে অবস্থিত জাহাঙ্গীরনগর ইউনিয়নের গুদিগাও গ্রামে বাড়ি। তিনি সারা বাংলার বিশিষ্ট দায়ী ইলাল্লাহ জনপ্রিয় ওয়ায়েজ ও ‘জামেয়া ইসলামিয়া বায়তুস সালাম’ গুদিগাও মাদরাসার পরিচালক মাওলানা শাব্বীর আহমেদ উসমানীর বড় সন্তান।
সালমান মাহমুদ তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসা (হাউজিং এস্টেট) সিলেট শাখার কৃতি ছাত্র। সে ভবিষ্যতে আলিম, হাফিজ, ভালো মানুষ সর্বোপরি মাকবুল দায়ী ইলাল্লাহ হতে চায়। সে সকলের দোয়া প্রত্যাশী।
বিশিষ্ট আলেমেদ্বীন শায়েখ আব্দুল্লাহ মাহমুদ তার ফেসবুক টাইমলাইনে তার অনূভুতিটুকু হুবহু তুলে দেয়া হলো- ‘আমাদের প্রিয় Sabbir Ahmad Osmani ভাইয়ের বড় ছেলে স্নেহের সালমান মাহমুদের জন্য শুভ কামনা। সে আমাদের সিলেট-সুনামগনজের গর্ব। পুরো রমজান মাস জুড়ে-ঠিক ইফতারের আগ মুহূর্তে, পবিত্র কুরআন তেলাওয়াত করে আমাদের হৃদয়ে আলোড়িত করে তুলবে সালমান মাহমুদ। প্রতিযোগিতায় সে ভালো করুক সে প্রত্যাশা। তার জন্য আমার পক্ষ থেকেও পুরস্কার থাকবে-ইনশাআল্লাহ।’
আঙিনা২৪.কম এর সম্পাদক ও জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি কাজী মো. মমিনুল ইসলাম বলেন- ‘সালমান মাহমুদ আমাদের সুনামগঞ্জ তথা সিলেটের গর্ব। দুয়া করি কুরআনুল কারীমের মহিমায় নিজের ও দেশের মুখ উজ্জ্বল করুক। আমরা তাকে নিয়ে গর্ব করি। আঙিনা২৪.কম পরিবারের পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও পুরস্কার তুলে দিব ইনশাআল্লাহ।