বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের হাছন নগর এলাকার পিয়াঙ্গন কমিটিউনিটি সেন্টারের অনুষ্ঠিত ৪ দিনব্যাপী আয়কর মেলা ২দিন অতিবাহিত হয়েছে। আয়কর মেলায় ২ দিনে সেবা নিয়েছেন ১ হাজার ৯১ জন গ্রাহক। কর আদায় হয়েছে ৩ লক্ষ ৪৪ হাজার ২শত ২২ টাকা ।
নতুন ইটিআইএন নিয়েছেন ১৬ জন। ২ দিনে রিটার্ন দাখিল করেছেন ৪১৮ জন গ্রাহক। মেলার তৃতীয় দিনে এর হার আরো বাড়তে পারে বলে জানিয়েছেন মেলা কতৃপক্ষ।
কর অঞ্চল সুনামগঞ্জের আয়োজনে মেলায় সিলেট অঞ্চল ১৮,১৯,২০ সার্কেলের প্রায় ১৬টি স্টল অংশগ্রহণ করে। ৪ দিনের এই মেলায় গ্রাহকগণ ইটি আই এন রি-রেজিষ্টেশন, ব্যাংকের বুথের মাধ্যমে আয়কর পরিশোধ, রিটার্ন পুরনের সহায়তা, আয়কর দাখিল, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল, ইউজার আইডি ও পাসওয়ার্ডসহ আয়কর বিষয়ক সকল সেবা গ্রহণ করতে পারবেন।
সার্কেল ১৮ এর সিলেট কর অঞ্চল সুনামগঞ্জের সহকারি কর কমিশনার তন্ময় কান্তি সরকার বলেন, কর আদায় কারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, একই ইভেন্টে গ্রাহকদের একাধিক সেবা প্রধান ও করদাতাদের মধ্যে কর ভীতি দূর করে কর প্রীতি জন্মানোর লক্ষ্যে আয়কর মেলার আয়োজন করা হয়।
Re. Sunamkantha