রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন
মোঃ শাহ আলম::
“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
শহীদ আবুল হোসেন মিলনায়তনে সকল অতিথি,যুব সংগঠক, আত্নকর্মী ও প্রশিক্ষনার্থীদের অংশগ্রহণে র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং যুব ঋণ ও যুব কল্যাণের চেক বিতরণ করা হয়েছে।
জেলা যুব উন্নয়নের উপ পরিচালক জনাব মো: শাহনুর আলম সভাপতিত্বে মো: আলমগীর কবি স্যারের সঞ্চলনায় আলোচনা সভায় কক্তব্য রাখেন বিশেষ অতিথি শেখ হাসিনা যুব এ্যাওয়ার্ড-২০২২ প্রাপ্ত জনাব কাস্মির রেজা, পুলিশ সুপার (মিডিয়া) মো: সুমন মিয়া, সুনামগঞ্জ জেলা যুব প্রতিধি এবং ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি জনাব মো: শাহ আলম, প্রধান অতিথির জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তিনি যুবদেরকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন।
আলোচনার শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সুনামগঞ্জ জেলা ও উপজেলায় পর্যায় সফল সংগঠক, সংগঠন ও আত্নকর্মীদের মাঝে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।