বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
মতিউর রহমান মানিক ::
‘আগামীর সংকট মোকাবিলায় বুদ্ধিভিত্তিক লড়াইয়ের জন্যে তালামীয কর্মীদের প্রস্তুত হতে হবে’ বলেছেন কেন্দ্রীয় সহ.সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গণি।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে এক ‘সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।
জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গণি সোহাগের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গণি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও দশের কল্যানে, বাতিল আক্বীদাপন্থীর বহুমুখী চক্রান্ত থেকে উম্মাহর মুক্তির লক্ষ্যে তালামীয ইসলামিয়ার কর্মীদের প্রস্তুত হতে হবে। আগামীর সংকট মোকাবিলায় বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের জন্যে নিজেদের তৈরি করতে হবে। নিজেদেরকে দায়ী ইলাল্লাহ সবগুলো মৌলিক গুনাবলী অনুযায়ী পরিচালিত করতে বেশি করে অধ্যয়ন করতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক আব্দুল মুহিত রাসেল, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আবু তাহির মোঃ খালিদ, কেন্দ্রীয় তালামীযের সহ শিক্ষা-সাংস্কৃতিক সম্পাদক হাফিজ রফিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজ আবুল ফজল মোঃ ত্বাহা, ছাতক (উত্তর) উপজেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করিম।এ সময় আরো বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ মিনার, সহ-সাংগঠনিক সম্পাদক ছায়েম হোসাইন, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-প্রশিক্ষণ ছালেহ আহমদ ছালিক, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুব আলম, সদস্য মতিউর রহমান,আলী আহমদ নাঈম, হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা তালামীযের সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সদস্য- মো. আবিদুর রহমান, শিরন আহমদ, আব্দুল জলিল, ইব্রাহীমপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল আউয়াল, ইব্রাহীমপুর হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ জুবায়ের আহমদ, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।