শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসিক বিকাশ ও আনন্দ বিনোদনের জন্য জেলা প্রশাসনের সহযোগিতায় ডলুরা শহীদ মিনারে বার্ষিক শিক্ষা সফরের আয়োজন করা হয়।
শুক্রবার শিক্ষা সফরে শিশুদের নিয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রদীপ সিংহ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. তানজিল হক, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য সুবিমল চক্রবর্তী চন্দন, অভিভাবক প্রতিনিধি মো. আল-আমিন, সুস্মিতা দে, স্কুলের সহকারি শিক্ষক রুমা আক্তার, শরীফা আক্তার, সংগীত প্রশিক্ষক প্রীতিভূষণ চক্রবর্ত্তী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাফাত উল হক চৌধুরী ও সহকারি শিক্ষক লাকী চৌধুরী। -সংবাদ বিজ্ঞপ্তি