বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক জব্দকৃত তিন কোটি ৬৬ লাখ ৭৬ হাজার ৫৪৩ টাকা মূল্যের দেশি-বিদেশি মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন জাতের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ২০১৬ সালের ৯ অক্টোবর থেকে গত ২০ জানুয়ারি পর্যন্ত এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি।
গতকাল মঙ্গলবার সকালে সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এর আগে মাদকবিরোধী এক মতবিনিমিয় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি সিলেট বিভাগের সেক্টর কমান্ডার কর্নেল মো. শহিদুল ইসলাম পিএসসি।
সুনামগঞ্জ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর জালাল উদ্দিন জায়গীরদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাজেদুল হাসান প্রমুখ। সভায় উপস্থিত স্কুল-কলেজের শিক্ষার্থী ও সুধীজনেরা মাদকবিরোধী শপথ পাঠ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মো. শহিদুল ইসলাম পিএসসি বলেন, মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তরে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলেই দেশ মাদকমুক্ত হবে।