বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
মোঃ ইলিয়াস উদ্দিন::
সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নের স্থানীয় সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৫ নভেম্বর শনিবার। কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের আয়োজনে বাচ্চুনগরপিকনিক স্পটের পাহাড়ের পাদদেশে অনুষ্ঠানে আলোচনার মূল বিষয় ছিল যুব উন্নয়ন থেকে নিবন্ধনপ্রাপ্ত হওয়ায় সহযোগী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন।
আলোচনা সভায় কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি জনাব জুবায়ের হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ শাহ আলম, কোষাধ্যক্ষ ইলিয়াছ উদ্দিন, জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি কাজী মোহাম্মদ মমিনুল ইসলাম, মালাইগাঁও সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ দুলাল শিকদার, কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের কেজিএফ সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।
উল্লেখ্য, উত্তর সুরমা সামাজিক সংগঠন গুলোর মধ্যে ঐক্য স্থাপনের লক্ষ্যে প্রথম সভা অনুষ্ঠিত হয় ১৪ সেপ্টেম্বর ২০২২ খ্রি: কে.জি.কে সমাজকল্যাণ যুব সংঘের নতুন কার্যালয়ে এবং দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় গত ১৫ অক্টোবর ২০২২ খ্রি: জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘের কার্যালয়ে।