বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর- বিশ্বম্ভরপুর) আসন থেকে সড়ে দাড়ালেন জেলা আ.লীগের সভাপতি ও সাবেক সাংসদ মতিউর রহমান, সাবেক সাংসদ ও জাতীয় পার্টির প্রবীণ নেতা অ্যাড. আব্দুল মজিদ এবং তরুণ জাতীয় পার্টি নেতা ইনান ইসমাম হোসেন চৌধুরী প্রিয়।
রোববার তারা জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহার করেন। তারা তিন জনই দলীয় মনোনয়ন না পেয়ে সুনামগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের পক্ষে মনোনয়ন প্রত্যাহারকালে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাড. শফিকুল আলম, রেজাউল করিম শামীম, সাংগঠনিক স¤পাদক শঙ্কর দাস, সদর উপজেলা আ. লীগের সভাপতি মোবারক হোসেন, তাহিরপুর উপজেলা আ.লীগের সাধারণ স¤পাদক অমল কর, জেলা আ.লীগের প্রচার স¤পাদক গোলাম সাবেরীন সাবু, ছাত্রনেতা নূর মোহাম্মদ স্বজন।
সাবেক সাংসদ মরহুম ইকবাল হোসেন চৌধুরী ও মমতাজ ইকবালের পুত্র ইনান ইসমাম হোসেন চৌধুরী প্রিয় নিজেই উপস্থিত হয়ে প্রার্থীতা প্রত্যাহার করেন। অন্যদিকে অ্যাড. আব্দুল মজিদের পক্ষে নাজমুল হুদা হিমেল মনোনয়ন প্রত্যাহার করেন।
প্রসঙ্গত, সুনামগঞ্জ-৪ আসনে মহাজোটের মনোনয়ন পেয়েছেন জাপার পীর ফজলুর রহমান মিসবাহ।